ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্ত্রী-কন‌্যা হত‌্যার ১৪ বছর পর গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ২২:০১, ২৩ নভেম্বর ২০২০
স্ত্রী-কন‌্যা হত‌্যার ১৪ বছর পর গ্রেপ্তার

বাগেরহাটে স্ত্রী-কন্যাকে হত্যার ১৪ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুহিত হোসেন শেখকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।

এদিন দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহা. গাজী রহমান।

মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পর স্ত্রী শাফি বেগমকে ঘাড় মটকে হত্যা করে মুহিত হোসেন শেখ। বিষয়টি দেখে ফেলে সাত বছরের কন‌্যা শিরিন। পরে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শিরিনকেও হত‌্যা করে মুহিত।

এ ঘটনায় শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মুহিতকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশিট ও সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১২ সালে আদালত মুহিতের ফাঁসির আদেশ দেন। 

এদিকে স্ত্রী-কন‌্যাকে হত্যার পর থেকে মুহিত পলাতক ছিল। পলাতক সময়ের মধ‌্যে আরও একটি বিয়ে করে সে।

কচুয়া থানার এএসআই মো. অলিয়ার রহমান বলেন, ‘মুহিত শেখ দীর্ঘদিন ধরে খুলনার আইসগাতিসহ বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।’

টুটুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়