ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্পেনে প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা একশর নিচে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্পেনে প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা একশর নিচে

রোববার (৩১ মে) স্পেনে করোনাভাইরাসে ৯৬ জন আক্রান্ত হয়েছে। মার্চের মাঝামাঝিতে লকডাউন ঘোষণার পর এই প্রথম দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০০’র নিচে নেমে এলো। শনিবার আক্রান্ত হয়েছিল ২০০ জন। খবর আনাদোলু এজেন্সির।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৪২৯। যা বিশ্বের মধ্যে পঞ্চম। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১২৭ এ।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ১৪ মার্চ ইউরোপের মধ্যে সবচেয়ে কড়াকড়ি লকডাউন আরোপ করে স্পেন। সে সময় শিশুদেরও বাইরে বের হওয়া নিষিদ্ধ করে। এরপরও ঠেকানো যায়নি মৃত্যুর মিছিল। এপ্রিলে দেশটিতে মারাত্মকভাবে ছড়িয়ে পরে প্রাণঘাতী এই ভাইরাস। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। একদিনেই রেকর্ড ৯৫০ জনের মৃত্যুও হয়। সেটা কমতে কমতে এখন দিনে ২ জনে এসে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও কমে এসেছে একশ’র নিচে।

স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে লকডাউন তুলতে শুরু করেছে স্পেন। তবে ২১ জুন পর্যন্ত জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়