ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া দুঃখজনক। ডাক্তাররা কেন চিকিৎসা করবে না।’

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শর্ত দিয়ে কাউকে (ডাক্তার) আমি কাজে আনব না। যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই তাদেরকে প্রণোদনা দিয়ে কাজে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে, প্রয়োজনে বাইরে থেকে আমরা ডাক্তার নিয়ে আসব কিন্তু এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমার কাজ হবে না। কাজেই তারা মিটিং করুক আর শর্ত দিক ওই শর্তে আমার কোনো কিছু আসে না। বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কিনা সেটাই চিন্তা করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘একজন রোগী আসছে, চিকিৎসা করতে হবে। তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়। অ্যাপ্রোন পরে নিন, মুখে মাস্ক লাগান, হাতে গ্লাভস পরেন অথবা স্যানিটাইজার ব্যবহার করেন। হাত ধোন, রোগী দেখেন। রোগী কেন ফেরত যাবে? একজন রোগী দুয়ারে দুয়ারে ঘুরে সেই রোগী কেন মারা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কেন মারা যাবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই রোগী (ঢাবি ছাত্র) যেখানে যেখানে গিয়েছে। সেখানে কোন কোন ডাক্তার দায়িত্বে ছিল, আমি তাদের নামটাও জানতে চাই। কারণ তাদের ডাক্তারি করবার মতো বা চাকরি করবার মতো সক্ষমতা নাই। তাদের বের করে দেওয়া উচিত চাকরি থেকে, এটা আমি মনে করি।’

* করোনা সন্দেহে চিকিৎসা মেলেনি, ঢাবি শিক্ষার্থীর মৃত‌্যু

 

ঢাকা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়