ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১ পয়েন্টের ব্যবধানে সোনা জিতলেন সোহেল

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ পয়েন্টের ব্যবধানে সোনা জিতলেন সোহেল

সোমা বিশ্বাস সোনা জয়ের অল্প কিছুক্ষণ পরই বাংলাদেশকে এবারের এসএ গেমসের ১৬তম সোনা উপহার দেন তীরন্দাজ সোহেল রানা। তিনি হারান ভুটানের তাদিন দর্জিকে। তাও মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে চার সেটে সোহেল রানা তোলেন ১৩৭ পয়েন্ট। আর ভুটানের তাদিন দর্জি তোলেন ১৩৬ পয়েন্ট। তাতে ১৬তম সোনা যুক্ত হয় বাংলাদেশের পদক তালিকায়। যা আর্চারির অষ্টম সোনা।

২৩ বছর বয়সি সোহেল রানা এবারই প্রথম এসএ গেমসে অংশ নিয়েছেন। প্রথমবার অংশ নিয়েই জিতলেন সোনা। তার অনুভূতি অন্যরকম, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার অংশ নিয়েই সোনা জিতেছি। আমি যদিও র‌্যাঙ্কিংভুক্ত খেলোয়াড় নই। তারপরও কোচরা আমার প্রতি আস্থা রেখেছিলেন।’

তার বিষয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘সে আমাদের আস্থার প্রতিদান দিয়েছে। সে কিন্তু র‌্যাঙ্কিংভুক্ত নয়। আপনারা দেখেছেন আমাদের দলে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড়রাও ব্রোঞ্জ জিতেছে। সেখানে সোহেল রানা সোনা জিতলো। তাও মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। ভালো খেলেছে। এরা অনেক দূর যাবে।’

বাংলাদেশের সবশেষ পদক তালিকা :

সোনা

রূপা

ব্রোঞ্জ

মোট

১৬

৩০

৬৭

১১৪

 

পোখরা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়