সারা বাংলা

আসামি রুবেল কারাগারের দেয়াল টপকে পালিয়েছে : তদন্ত কমিটি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চার দিন ধরে নিখোঁজ হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল দেয়াল টপকে পালিয়ে গেছে বলে ধারণা করছে তদন্ত কমিটি। 

বন্দি নিখোঁজের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে এ তথ্য জানান। 

তদন্ত কমিটির প্রধান বলেন, ‘রুবেল পালিয়েছে সেটা শতভাগ সত্য। তবে কোন পথে পালাতে পারে তা নিশ্চিত হতে সম্ভাব্য সব কিছুই যাচাই করা হচ্ছে।’ 

ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, ‘ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ দেখেছি। কোনো কোনো ফুটেজে তার উপস্থিতি মিললেও কয়েকটিতে নেই। একটি ফুটেজে তাকে ফাঁসির মঞ্চের পাশের দেয়ালের দিকে যেতে দেখা গেছে। তবে শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না, ওদিক দিয়ে তিনি পালিয়েছেন। আমাদের ধারণা, দেয়াল টপকেই হাজতি রুবেল পালিয়ে যেতে পারেন।’

তদন্ত কমিটি সোমবার (৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাগারের ভেতরে সরেজমিন তদন্ত চালায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কারাগারের প্রতিটি নালা, সেফটিক ট্যাঙ্কে তল্লাশি চালায়। কিন্তু রুবেলের হদিস মেলেনি। 

*নিখোঁজ বন্দির সন্ধানে কারাগারে ব্যাপক তল্লাশি 

*চট্টগ্রামে কারাগারে বন্দি নিখোঁজ