সারা বাংলা

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি

ঈদকে কেন্দ্র করে বাড়ি ফিরছে মানুষ। এতে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে।  

আরও পড়ুন: ঈদযাত্রা: তীব্র যানজট, ভোগান্তি চরমে

এর আগে সোমবার (১৯ জুলাই) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কের এলেঙ্গা, আনালিয়াবাড়ী ও জোকারচর এলাকায় যানবাহনের ধীরগতির কারণে যাত্রীরা খুবই অস্বস্তিতে রয়েছেন।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, রোববার (১৮ জুলাই) সকাল ৬ টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে পূর্বপাশে ১৯ হাজার ৮৫৩টি যানবাহন থেকে ১ কোটি ৪০ লাখ চার হাজার ৮০০ টাকা ও পশ্চিম পাশে ১৯ হাজার ৬২৮টি যানবাহন থেকে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা টোল আদায় করা হয়েছে।

আরও পড়ুন: যানবাহনের চাপে মহাসড়কে ২০ কিলোমিটারে ধীরগতি

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ভোরে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ধীরগতিতে চলতে শুরু করে।