সারা বাংলা

সাড়ে ৬ ঘণ্টা পর মাঝ নদীতে আটকা ফেরি উদ্ধার

মানিকগঞ্জ শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌরুটে যমুনা নদীর প্রবল স্রোতের কারণে দিক হারিয়ে ডুবোচরে আটকে পড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে ফেরিটি সাড়ে ৬ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহযোগিতায় ফেরিটি আরিচা ঘাটে নোঙ্গর করতে সক্ষম হয়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরির ইনল্যান্ড মাস্টার অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকারী জাহাজের সহযোগিতায় ফেরিটি ১৩টি ট্রাকসহ নিরাপদে আরিচা ঘাটে নোঙর করা হয়েছে। পরে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো আনলোড করা হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি ডুবোচরে আটকে যায়। পরে ডুবোচর থেকে ফেরিটি সরিয়ে নিতে উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৪ কাজ শুরু করে।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় এ চ্যানেলে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচলে সমস্যা তৈরি হয়েছে।’

আরো পড়ুন: যানবাহন-যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা ফেরি