ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যানবাহন-যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ২০ জুন ২০২২   আপডেট: ০২:৪৮, ২১ জুন ২০২২
যানবাহন-যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা ফেরি

মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি ১২টি ট্রাক ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে আছে।

সোমবার (২০ জুন) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি ডুবোচরে আটকে যায়। ফেরিটিতে যাত্রী ও ১২টি ট্রাক রয়েছে। ডুবোচর থেকে ফেরিটি সরিয়ে নিতে উদ্ধারকারী জাহাজ কাজ শুরু করেছে।’

আবু আব্দুল্লাহ বলেন, ‘সম্প্রতি যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় এ চ্যানেলে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচলে সমস্যা তৈরি হয়েছে।’

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়