লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন
লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই একদিনের মধ্যে সয়াবিন ঘরে তুলতে পারবেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার কারণে এ বছর জেলায় সিয়াবিনের উৎপাদন ভালো হয়েছে। আশা করা হচ্ছে সয়াবিন থেকে এ বছর ৩০০ কোটি টাকারও বেশি আয় হবে।