ইফতারসামগ্রী মধ্যবিত্তদের ‘ভাবাচ্ছে’
আমদানিকারকরা বলছেন, ডলারের বাড়তি দামের সঙ্গে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট; পাঁচ শতাংশ অগ্রিম আয়কর, চার শতাংশ আগাম বাণিজ্য শুল্ক, জ্বালানির দামবৃদ্ধিতে জাহাজ ভাড়া বৃদ্ধি— সব মিলিয়ে খেজুরের নাগাল পাওয়া মুশকিল!