সাঈদ খানকে গ্রেপ্তারে ডিআরইউর উদ্বেগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউর) সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদকে (সাঈদ খান) গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ডিআরইউ-এর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তারা যেন পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যেন অহেতুক হয়রানির শিকার না হন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।’
উল্লেখ্য, ডিআরইউর সদস্য সাঈদ খানের স্ত্রী ডিআরইউকে জানায়, তার স্বামীকে পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৬ জুলাই) তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ন্যায় বিচার দাবি করেন।
আসাদ/সনি