ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৪ ডিসেম্বর ২০২৫  
নতুন চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত ও বাছাই করা কাজের জন্য পরিচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গল্প ও চরিত্রে গুরুত্ব না থাকলে পর্দায় ফিরতে চান না—এই অবস্থান থেকেই তিনি এবার যুক্ত হচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি নতুন প্রজেক্টে। এটিই হতে যাচ্ছে চরকিতে তার প্রথম কাজ। 

শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া চরকির একটি অরিজিন্যাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কাজী আসাদ। নতুন এই যাত্রা নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। 

আরো পড়ুন:

মিমকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা কাজী আসাদ বলেন, “বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। দর্শক তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখে অভ্যস্ত। কিন্তু আমার কাছে চ্যালেঞ্জটা ছিল, তাকে ভেঙে ভিন্ন ধরনের একটি চরিত্রে তুলে ধরা। সেই জায়গা থেকেই এই কাজ করা। আশা করছি, দর্শক নতুন মিমকে আবিষ্কার করবেন।” 

চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। দীর্ঘদিন নতুন কাজে না থাকার পেছনে কারণও পরিষ্কার করেছেন তিনি। মিম জানান, নিয়মিত কাজের প্রস্তাব পেলেও গল্প ও আনুষঙ্গিক দিকগুলো পছন্দ না হওয়ায় তিনি অপেক্ষা করছিলেন। 

এ প্রসঙ্গে মিম বলেন, “অনেকে জিজ্ঞেস করেন, কাজ কম করছি কেন। আসলে গল্পের সঙ্গে মিল পাচ্ছিলাম না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো—এই কাজটা করা দরকার।” 

চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না অভিনেত্রী। তবে ইঙ্গিত দিয়েছেন, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তার চরিত্রের জার্নিকে ঘিরেই আবর্তিত হবে। 

মিমের ভাষায়, “চরকির সিরিজ ও চলচ্চিত্র আমি নিয়মিতই দেখি। তাদের কাজের মান ভালো লাগে। আমি আশা করছি, চরকিতে আমার প্রথম কাজটি দর্শকের ভালো লাগবে।”  

নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিন্যাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু। কাজী আসাদের সঙ্গে চিত্রনাট্য রচনা করেছেন আসাদুজ্জামান আবীর। খুব শিগগির সিনেমাটি নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়