‘পরিবেশবান্ধব সবুজ কারখানায় বিনিয়োগ বেশি কিন্তু রিটার্ন ভালো’
রাজধানীর অদূরে ধামরাই ডুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পরিচ্ছন্ন সুউচ্চ ভবন দাঁড়িয়ে আছে। ভবনগুলোর প্রতি ফ্লোরে কাজ করছে কর্মীরা। মূল গেইটের ভেতরে প্রবেশ করে দেখা যায় ভবন দুটির মাঝে আছে বেশ ফাঁকা জায়গা।