ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভয়-লজ্জার কারণে বিবাহবিচ্ছেদের খবর গোপন রাখা হয়েছিল’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৪ ডিসেম্বর ২০২৫  
‘ভয়-লজ্জার কারণে বিবাহবিচ্ছেদের খবর গোপন রাখা হয়েছিল’

অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। অনেক আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও এতদিন তা গোপন রেখেছিলেন। ছয় বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। 

রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন মমরেনাজ মোমে। পোস্টে তিনি জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। 

আরো পড়ুন:

ফেসবুকে দেওয়া পোস্টে মোমে লেখেন, “অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।” 

দীর্ঘ সময় পর এই বিচ্ছেদের বিষয়টি সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা রাশেদ মামুন অপু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 

জানা গেছে, ব্যক্তিজীবনের এই অধ্যায় পেছনে রেখে বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন অপু।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়