ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩২, ১৫ ডিসেম্বর ২০২৫
বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ

শিক্ষা হোক সবার জন্য, স্বপ্ন হোক সমান—এই প্রত্যয়কে ধারণ করে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এই লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার্সে বসুন্ধরা খাতা ও ভিউ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ব্রেইল বুক ডোনেশন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৫-এর মাধ্যমিকে উত্তীর্ণ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে এনসিটিবি অনুমোদিত ব্রেইল সংস্করণের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে ও আইসিটি বই বিতরণ করা হয়। সেই সঙ্গে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

এ আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, সংগীত পরিবেশন এবং তাদের জীবন সংগ্রামের গল্পের মাধ্যমে সৃজনশীল প্রতিভা সকলের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান, ভিউ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মোজাম্মেল হোসেন খান, ট্রাস্টি আলী আশফাক, এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম শাহিন ও বসুন্ধরা গ্রুপের এডভাইজার ইমদাদুল হক মিলন প্রমুখ।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়