সীতাকুণ্ডে দেশের প্রথম ‘সুখী গ্রাম’ উদ্বোধন
১৫ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’— একটি মানবিক ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুতফুন্নেসা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানসহ আয়োজনে ছিল মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ (এমএফএসএস)।