তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন, আয় ৩৬ লাখ টাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর দেশের ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার মাধ্যমে রেলওয়ের আনুমানিক আয় হবে ৩৬ লাখ টাকা।
রেলপথ মন্ত্রণালয় জানায়, ওই দিন রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রহনপুর কমিউটার- এই তিনটি স্বল্পদূরত্বের ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে চাহিদার ভিত্তিতে ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
বিশেষ ট্রেন পরিচালনার কারণে ২৫ ডিসেম্বর রাজবাড়ী-পোড়াদহ রুটের রাজবাড়ী কমিউটার, পাবনা-রাজশাহী রুটের ঢালারচর এক্সপ্রেস এবং রোহনপুর-রাজশাহী রুটের রোহনপুর কমিউটার ট্রেনের যাত্রা স্থগিত থাকবে। এতে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, যে রুটগুলোতে বিশেষ ট্রেন চলবে সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।
এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয় আরও জানায়, এসব বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনা বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। তবে এসব ট্রেন ও কোচে যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছে তিনি প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যাবেন।
ঢাকা/আলী/রাসেল