হবিগঞ্জে গাড়িচাপায় পথচারী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির চাপায় অলিল মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
অলিল মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগঞ্জ এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘‘তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হবিগঞ্জ পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে পচিয় শনাক্ত করা হয়।’’
ঢাকা/মামুন/রাজীব