দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আগুনে পোড়া বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং লক্ষ্মীপুর বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: রাইজিংবিডি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ৪ লাখ টাকা তুলে দেন তিনি।
রবিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে বেলালের সঙ্গে কথা বলার সময় বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি দেখতে যান। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
বেলালকে হাসপাতালে দেখে কেন্দ্রীয় নেতাদের চোখে পানি চলে আসে।
বিএনপি নেতা রিজভী ও এ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান। বেলাল ঘটনার বিস্তারিত তুলে ধরেন তাদের কাছে। এসময় চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি চৌধুরী।
কে বা কারা বেলালের বাড়িতে আগুন দিয়েছে, তা এখনো কেউ বলতে পারেনি।
পুলিশ বলছে, দূর্বৃত্তায়ন বা মব অথবা বাইরে থেকে তালা দিয়ে আগুন লাগানোর প্রমাণ পায়নি পরিবার। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও মামলা হয়নি। ৯০ শতাংশ শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।
ঢাকা/লিটন/রাসেল