ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনকিলাব মঞ্চের দুই দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৪, ২১ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের দুই দাবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দুই দফা দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। 

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সংগঠনটি অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে। 

দাবিগুলো হচ্ছে, শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

দাবিতে আরো বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

রবিবারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে পদত্যাগ করতে হবে।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়