ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শপথ নিলেন প্রার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২২, ২১ ডিসেম্বর ২০২৫
টাঙ্গাইলে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শপথ নিলেন প্রার্থীরা

টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শপথবাক্য পাঠ করেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা।

রবিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রার্থীরা এ শপথবাক্য পাঠ করেন। 

আরো পড়ুন:

ডেমোক্রেচি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাসুদুর রহমান রাসেল। 

সংলাপে পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শান্তি বজায় রাখার নির্দেশনা ও আন্তরিক আহ্বান জানানো হয়। এ সময় দলে বা এলাকায় কোনো রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হলে, তা নিরসনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। সম্ভাব্য সংঘাতের ঝুঁকি দেখা দিলে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তা প্রশমিত করতে উদ্যোগ নেবেন বলেও জানান তারা। এ ছাড়াও সহিংসতার সূত্রপাত হলে আক্রমাণত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট থাকার কথাও বলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। 

ডেমোক্রেচি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলার সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে সম্প্রতির সংলাপ পাঠ করেন রকসি মেহেদী। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ঢাকা/কাওছার//

সর্বশেষ

পাঠকপ্রিয়