ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরো তিন নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২১ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরো তিন নেতার পদত্যাগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। 

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের এই তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেন। এ নিয়ে গত তিন দিনে ১৮ নেতাকর্মী আওয়ামী লীগ ও দলীয় পদ থেকে পদত্যাগ করলেন।

রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিন আওয়ামী লীগ নেতা। তারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সদস্য মো. নাদিম মুন্সী ও মো. রফিকুল ইসলাম মুন্সী এবং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. নাদিম মুন্সী বলেন, ‘‘আমি মুকসুদপুর পৌরসভার ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হবো না।’’

অপর দিকে, বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।

এ সময় তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করছি। শারীরিক অসুস্থতার কারণে এখন আর সম্ভব নয়। তাই স্বেচ্ছায় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছি।’’

এর আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে মুকসুদপুর থেকে দশ ও টুঙ্গিপাড়া থেকে ৪ আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগ নেতা পদত্যাগ করেন। এ ছাড়া গত শুক্রবার কোটালীপাড়া থেকে যুবলীগের এক নেতা পদত্যাগ করেন।

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়