ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার নতুন প্রস্তাব দিয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪১, ২০ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার নতুন প্রস্তাব দিয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার জন্য একটি সম্ভাব্য নতুন ধাঁচের প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের আলোচনায় আমেরিকান এবং ইউরোপীয় রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করতে পারেন। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কী ধরণের প্রস্তাব করেছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাশিয়ার প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করবে। 

শনিবার ফ্লোরিডায় মার্কিন আলোচকরা রাশিয়ান কর্মকর্তাদের সাথে দেখা করার কথা।

জুলাই মাস থেকে ইউক্রেন এবং রাশিয়া মুখোমুখি আলোচনা করেনি, তবে ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন-সমর্থিত শাটল কূটনীতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্রতর হয়েছে।

ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, ইউক্রেনীয় এবং ইউরোপীয় প্রতিনিধিরা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান প্রতিপক্ষদের সাথে এক দফা আলোচনা করেছেন এবং শিগগিরই যোগাযোগ পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়