ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখলমুক্ত করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২১ ডিসেম্বর ২০২৫  
ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখলমুক্ত করার দাবি

নির্বাচনকালীন সুষ্ঠু ও ভয়-ভীতিহীন পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত করার আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দিয়েছে দলটি।

রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল ও পলিটব্যুরোর সদস্য এনামুল হক এমরান।

সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন নেতারা। এসময় তিনি স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর মাধ্যমে নির্বাচন কমিশন দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে। কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে আশ্বাস দেওয়া হয়েছে, তাতে ওয়ার্কার্স পার্টি আস্থা রাখতে চায়।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি ঐতিহ্যবাহী ও নিবন্ধিত রাজনৈতিক দল জানিয়ে আরো লেখা হয়েছে, ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে দলটি দীর্ঘদিন ধরে সংসদ ও রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় রয়েছে। দীর্ঘসময় ধরে ৩০ তোপখানা রোডে অবস্থিত নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা হলেও বর্তমানে একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্যে কার্যালয়টি জোরপূর্বক দখল করে রেখেছে।

স্মারকলিপিতে লেখা হয়েছে, এর ফলে দলটির কেন্দ্রীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তফসিল ঘোষণার পর নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি গ্রহণে গুরুতর সমস্যা সৃষ্টি হচ্ছে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতায় আইনগত ব্যবস্থা নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় কার্যালয়টি অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানানো হয়, যাতে দলটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়