ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরে কৃষকের লাশ উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২১ ডিসেম্বর ২০২৫  
মেহেরপুরে কৃষকের লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে রতন আহমেদ (২৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাড়াভাঙ্গার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রতন আহমেদ হাড়াভাঙ্গা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। সে কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালাতেন।

নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, ‘‘গত রাতে প্রতিদিনের মতো মাঠের ফসল দেখার জন্য বাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফেরেনি। মনে করেছিলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সকালে খবর পাই, হাড়াভাঙ্গা মাঠের মধ্যে একজনের লাশ পড়ে আছে। এসে দেখি আমার স্বামীর লাশ।’’

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ‘‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ফারুক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়