ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কর্মসূচি ও দাবি জানাতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন সোমবার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২১ ডিসেম্বর ২০২৫  
কর্মসূচি ও দাবি জানাতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন সোমবার 

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা, আগামীকাল (২২ ডিসেম্বর) শহীদ হাদি চত্বরে (শাহবাগ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন আহ্বান করা হলো।

আরো পড়ুন:

পোস্টে বলা হয়, “দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দারির ১ দফাও মানা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেন নাই।”

সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয় নাই বলে প্রতিবাদ জানিয়ে পোস্টে বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে।

১২ ডিসেম্বর ঢাকায় চলন্ত রিকশায় গুলি করা হয় ওসমান হাদিকে। এই হত্যার মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধু ইনকিলাব মঞ্চ নয়; সারা দেশের মানুষ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার রয়েছে। 

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়