নেত্রকোণায় নিজ ঘরে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণা সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৫৮) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নাড়িয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আশরাফ আলী তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদেনা আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রবিবার ভোরে বেদেনা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। পরে ঘরে ফিরে এসে তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হেলাল উদ্দিনকে মুখ ও পা বাঁধা গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি স্থানীয়রা পুলিশকে জানায়।
বেদেনা আক্তার বলেন, ‘‘আমি রাতে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্বামী মুখ ও পা বাঁধা এবং গলাকাটা অবস্থায় পড়ে আছেন। আমি কাউকে দেখতে পাইনি, কারা এ কাজ করেছে জানিও না।’’
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে হেলাল উদ্দিন গত ১০–১৫ দিন ধরে গোহাল ঘরে রাত যাপন করছিলেন। শনিবার রাতে তিনি গোহাল ঘর ছেড়ে নিজ ঘরে থাকেন। সকালে স্ত্রীর চিৎকারে ঘরের ভেতরে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পাই আমরা।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’’
ঢাকা/ইবাদ//