ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:১২, ২০ ডিসেম্বর ২০২৫
ইউক্রেনের বন্দরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ইউক্রেনে কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। খবর রয়টার্সের।

আরো পড়ুন:

ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র এবং শস্য রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ওলেক্সিয়ে কুলেবা জানিয়েছেন যে, শুক্রবার রাতে পিভদেন্নি বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। হামলার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া বারবার ওডেসার বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানালেও সাম্প্রতিক এই হামলাটি ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

 

সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্‌দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউক্রেন সরকার এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়