ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩২ নম্বরে আগুন, আনা হয়েছে বুলডোজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৩:৫৩, ১৯ ডিসেম্বর ২০২৫
৩২ নম্বরে আগুন, আনা হয়েছে বুলডোজার

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এরপর সেখানে বুলডোজার আনা হয়। উপস্থিত জনতা ৩২ নম্বরের ভেঙে ফেলা ভবনগুলোর অবশিষ্ট ধূলিসাৎ করতে চায়।

রাত সাড়ে ৩টায় এ খবর লেখা পর্যন্ত বুলডোজার নিয়ে ৩২ নম্বরের সামনে বিক্ষুব্ধ লোকজনকে দেখা যায়। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবিতে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ দেখায়। রাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা বাড়িতে আগুন দেয়।

রাত ৩টার দিকে ঢাকার রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম রাইজিংবিডি ডটকমকে জানান, ৩২ নম্বরে আগুন দেওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছেন।

হত্যার প্রতিবাদের সঙ্গে তারা স্লোগান দেন, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত, বৃথা যেতে দেব না’। তারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির পাশে কয়েকটি জায়গায়ও আগুন দেয়।

ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা হাদি হত্যার প্রতিবাদ করছে। সময়ের সঙ্গে প্রতিবাদকারী ছাত্র-জনতা বাড়তে থাকে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার পর্যন্ত। সেখান থেকে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুন দেয়। খবর পেয়ে সেখানে সেনাবাহিনী, পুলিশ  গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়