হাদির মৃত্যু: শুক্রবার সারা দেশে কফিন মিছিল
ইনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃতু্যর খবরের পর তাকে হত্যার প্রতিবাদের শুক্রবার সারা দেশে কফিন মিছিল ও বিশেষ দোয়ার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক ঘোষণায় জুলাই ঐক্য বলেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
“তার মৃত্যুতে আগামীকাল সারা দেশ সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য,” ঘোষণায় বলেছে জুলাই ঐক্য।
তারা আরো বলেছে, শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।
ঢাকা/রায়হান/রাসেল