হাদির মৃত্যু: খুলনায় রাতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।
শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তারা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে মিছিল করেন। এতে শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ঢাকা/নুরুজ্জামান/সাইফ