নিরাপত্তার শঙ্কায় জিডি করলেন ওসমান হাদির ভাই
ওমর বিন হাদি। ফাইল ফটো
নিরাপত্তার শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান ভাই ওমর বিন হাদি।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকার শাহবাগ থানায় জিডি করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি জিডি করেছেন। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জিডিতে উল্লেখ করা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তারা নিজের ও হাদির সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। হাদির খুনিচক্র এখনও পুরোপুরি ধরা না পড়ায় তারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদি মারা যান।
পরে এ ঘটনায় মামলা এবং তদন্ত শেষ করে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
ঢাকা/মাকসুদ/ইভা