ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাইযোদ্ধা হাদির মৃত্যু

প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০১:০৮, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর-আগুন

জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। ঘণ্টাব্যাপী সেখানে তছনছ চালানো হয়; আগুনও দেখা যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে হামলা শুরু হয় এই দুই পত্রিকা অফিসে।

তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা। তবে এই হামলায় অংশগ্রহণকারীরা কারা, সে বিষয়ে কোনো তথ্য নেই থানার কাছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। এরপর দুই অফিসের নিচতলায় আগুন জ্বালিয়ে দেয় হামলাকারীরা।

ঘটনাস্থল থেকে যতটুকু জানা গেছে, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে জুলাইযোদ্ধা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপর ঢাকা উত্তাল হয়ে ওঠে। শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ হয়। 

ঢাকা/রায়হান/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়