ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির মৃত্যুতে রাতের বাংলাদেশ উঠল গর্জে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৪:১১, ১৯ ডিসেম্বর ২০২৫
হাদির মৃত্যুতে রাতের বাংলাদেশ উঠল গর্জে

জুলাইযোদ্ধা হাদির মৃত্যুর খবরে রাতে গোপালগঞ্জে বিক্ষোভ হয়। ছবি: বাদল সাহা

সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) হাদির মৃত্যু হয়। রাতে ইনকিলাব মঞ্চ ও হাদির ভেরিফায়েড ফেসবুবক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

হাদির মৃত্যুতে রাতের বাংলাদেশ উঠল গর্জে
জুলাইযোদ্ধা হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি হচ্ছে। রাইজিংবিডি ডটকমের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।

কুষ্টিয়ায় বিক্ষোভ
হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে মিছিল করেন।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে বিক্ষুব্ধ জনতা, আটক ১২
জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে তারা চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দেন এবং হাইকমিশন বন্ধের দাবি তোলেন। এছাড়া নগরের অন্যান্য এলাকায় ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভের খবরও পাওয়া গেছে।

রাত ১১টার পরে বিক্ষুব্ধরা দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনের দিকে যান। সেখানে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে তারা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।

এছাড়া ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষুদ্ধ জনতা।

রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১২ জনকে আটক করা হয়েছে।”

তিনি বলেন, “পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসায় চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।” 

বর্তমানে হাইকমিশন অফিস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ফেনীর রাজপথে বিক্ষোভ
হাদির মৃত্যুর খবরে ফেনীর রাজপথে বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ এর ব্যানারে মিছিলটি বের হয়।

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ, ট্যাংক রোড ও ফেনী মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মিলিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আবদুল আজিজ বলেন, “ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি প্রস্তুত।”

খুলনায় রাতে বিক্ষোভ
হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তারা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে মিছিল করেন। এতে শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।

বিস্তারিত আসছে..

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়