ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাইযোদ্ধা হাদির মৃত্যু

হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫১, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০০:৫১, ১৯ ডিসেম্বর ২০২৫
হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদ জানাতে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে বিক্ষোভে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, “ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এ ছাড়া ফ্যাসিবাদী খুনিদেরও ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত না দিচ্ছে, আমরা থামব না। আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার  (১৮ ডিসেম্বর) রাতে ইনকিবাল মঞ্চ ঘোষণা দেয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ঢাকা। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভকারীদের একাংশ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়