হাদির মৃত্যুতে এনসিপির শোক
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সই করা এক বার্তায় শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বার্তায় আরো বলা হয়, আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ঢাকা/রায়হান/রাজীব