ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের প্রত্যাবর্তন: ৭ রুটে বিশেষ ট্রেন চেয়ে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৫, ১৮ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের প্রত্যাবর্তন: ৭ রুটে বিশেষ ট্রেন চেয়ে বিএনপির আবেদন

তারেক রহমান। ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন ৭ রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক আবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

আবেদনে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে। এ কারণে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

রিজার্ভের জন্য প্রস্তাবিত রেলপথ রুটগুলো হলো— কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা এবং কুড়িগ্রাম–রংপুর–ঢাকা।

ঢাকা/আলী/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়