নতুন গানে নেচে ফের ‘অশ্লীল’ তকমা পেলেন নেহা
‘ক্যান্ডি শপ’ গানের মিউজিক ভিডিওতে এমন লুকে ধরা দিয়েছেন নেহা
কয়েক দিন আগে একটি লাইভ কনসার্টে পারফর্ম করে বিতর্কে জড়ান বলিউডের আলোচিত গায়িকা নেহা কাক্কর। এবার নতুন গানে নেচে ‘অশ্লীল’ তকমা পেলেন এই শিল্পী।
কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে নেহার ‘ক্যান্ডি শপ’ গানের মিউজিক ভিডিও। এ গানে নেহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার ভাই টনি কাক্কর। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন টনি। গানটি মুক্তির পর থেকে চলছে তুমুল আলোচনা। অনেকে তাকে আক্রমণ করে মন্তব্য করছেন।
গানের ভিডিওতে নেহার নাচ দেখে একজন লেখেন, “দিন দিন তাদের গান-ভিডিওগুলো নির্লজ্জ, অদ্ভুত, দানবীয় হয়ে উঠছে।” পিয়াস লেখেন, “ভাবতেও লজ্জা লাগছে একটা সময় ছিল যখন আমি নেহার গান সার্চ দিয়ে দেখে ডাউনলোড করতাম!” রিয়া লেখেন, “যেমন গান তেমন গায়িকা।” অঙ্কিতা লেখেন, “এরা দুই ভাই-বোন মিলে গানের অ্যাসি কি ত্যাসি করেই চলেছে।” কেউ কেউ নেহার নাচের স্টেপকে ‘অশ্লীল’ বলছেন। আবার কেউ কেউ বলছেন, “দেশের সংস্কৃতি নষ্ট করার প্রচেষ্টা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগে দিল্লির একটি লাইভ কনসার্টে নেহা কাক্করের পারফরম্যান্স দেখে নেটিজেনদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও অন্য অংশ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ বলেন, “অদম্য নেহা-এনার্জি।” কারো মতে, “মঞ্চে কী দাপট।” আবার বুকের ওপরে জল ঢালার দৃশ্যটিকে কেউ কেউ ‘অশ্লীল’ বলে মন্তব্য করেন। স্নেহা লেখেন, “নোংরা।” অন্য একজন লেখেন, “কুৎসিত।” কেউ কেউ তাকে ‘বার ড্যান্সার’ বলেও মন্তব্য করেন। এ ঘটনার পর ফের বিতর্কে নেহা।
১৯৮৮ সালের ৬ জুন উত্তর প্রদেশের ঋষিকেশে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেন নেহা কাক্কর। তার বাবা ছিলেন শিঙাড়া বিক্রেতা। বড় বোন সনু কাক্কর ও ভাই টনি কাক্কর উভয়ে সংগীতের সঙ্গে যুক্ত। মাত্র চার বছর বয়স থেকে গান শুরু করেন নেহা। ২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা হিসেবে নজর কাড়েন নেহা।
২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাই পা রাখেন নেহা। সেই বছরই ‘নেহা দ্য রকস্টার’ নামে তার প্রথম গানের অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সিনেমার ‘ধাতিং নাচ’ গানে প্রথম প্লেব্যাক করেন। ২০১৪ সালে তার ‘সানি সানি’গানটি দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
নেহার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘জাদু কা ঝাপ্পি’, ‘টুকুর টুকুর’, ‘ন্যায়না’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দিলবার দিলবার’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা’, ‘সাকি সাকি’ প্রভৃতি।
ঢাকা/শান্ত