হাদিকে হত্যাচেষ্টা
নরসিংদীতে আটক ফয়সাল ‘শুটার ফয়সাল’ নন
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীতে উদ্ধার করা অস্ত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে, তিনি মূল হামলাকারী ফয়সাল করিম মাসুদ বা ‘শুটার ফয়সাল’ নন বলে জানা গেছে। উদ্ধার করা অস্ত্রগুলো ফয়সাল করিম মাসুদের।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী অস্ত্র উদ্ধার ও এক ব্যক্তি গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান চালায়। অভিযানের সময় পানির নিচ থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যাচেষ্টায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/হৃদয়/রফিক