ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৫১, ১৭ ডিসেম্বর ২০২৫
বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি নিয়োগ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উলফাত করিম। তিনি আগে ব্যাংকটির প্রধান পরিচালন অফার (সিওও) এবং পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। গত ১৪ অক্টোবর থেকে তিনি কোম্পানিটির এমডি হিসেবে দায়িত্ব পালন করে করছেন।

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ১০ লাখ। সর্বশেষ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৯.৮৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১.৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়