ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জিতল তার দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৫
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জিতল তার দল

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন এক বাংলাদেশি তারকার পথচলা শুরু হলো। সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জার্সিতে মাঠে নামার মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অভিষেক হলো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার অভিষেক ম্যাচেই ১ বল ও ৪ উইকেট হাতে রেখে রোমাঞ্চকর জয় পেয়েছে তার দল হোবার্ট হারিকেন্স।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হোবার্ট হারিকেন্সের একাদশে সরাসরি জায়গা করে নেন রিশাদ। এর মাধ্যমে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের আসরে পা রাখলেন এই তরুণ তুর্কি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে সাকিব এই টুর্নামেন্টে খেলার পর এটিই কোনো বাংলাদেশির প্রথম অংশগ্রহণ।

আরো পড়ুন:

সাকিব আল হাসান তার দুই বিগ ব্যাশ মৌসুমে মূলত বদলি খেলোয়াড় হিসেবে ছয়টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে রিশাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তিনি সরাসরি ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন এবং মৌসুমের শুরু থেকেই দলের মূল পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, গত বছরও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেবার তার অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হয়নি। এবার বিগ ব্যাশকে অগ্রাধিকার দিতে বিপিএল থেকে বিরতি নিয়ে হোবার্টে যোগ দিয়েছেন তিনি।

হোবার্টের হয়ে বিদেশি কোটায় রেহান আহমেদ ও ক্রিস জর্ডানের সঙ্গে একাদশে খেলেন রিশাদ। প্রথম ম্যাচেই বল হাতে বেশ কার্যকরী ছিলেন এই লেগ স্পিনার। উইকেট না পেলেও তিনি সিডনির ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন। ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করেন তিনি। তার পুরো স্পেলে সিডনি থান্ডারের ব্যাটাররা মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন, যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ।

ম্যাচে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে রোমাঞ্চকর ব্যাটিং শেষে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রিশাদের দল হোবার্ট হারিকেন্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়