ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর-৩: নতুন ভোটাররা চান মাদকমুক্ত, শিক্ষিত সমাজ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩০, ১৭ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর-৩: নতুন ভোটাররা চান মাদকমুক্ত, শিক্ষিত সমাজ

বাঁ থেকে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন পাড়া-মহল্লায় ভোটরদের কাছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটারদের মধ্যে চলছে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা। এই আসনে বড় ফ্যাক্ট হবেন নতুন ভোটাররা। তারা এমন একজনকে নির্বাচিত করতে চান, যিনি মাদক-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষার উন্নয়ন এবং অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৩ আসন। হালনাগাদ তালিকা অনুযায়ী এই আসনে ভোটার আছেন ৪ লাখ ৪২ হাজার ৪৯৮ জন। তাদরে মধ্যে নারী ২ লাখ ১৪ হাজার ৫৪ জন, পুরুষ ২ লাখ ২৮ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

এই আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলটির এই যুগ্ম মহাসচিব ২০০১ ও ২০০৮ সালে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা উত্তরে সেক্রেটারি ড. রেজাউল করিম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে সাংবাদিক এমজে আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. ইব্রাহীমকে প্রার্থী করা হয়েছে। গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন।

ভোটাররা জানান, বিএনপি ও জামায়াতের প্রার্থী ভোট চাইতে আসছেন। তারা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখনো এনসিপি ও গণঅধিকার পরিষদ থেকে করা প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেননি। 

লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জোহরা। এবারই প্রথম ভোট দেবেন তিনি। নিজের প্রত্যাশার কথা তুলে ধরে জিতু বলেন, “প্রথমবার ভোট দেব। চাই, এমন একজন শিক্ষিত প্রার্থী যিনি আমাদের এলাকার হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং নারী নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার সুযোগ বাড়াবেন।”

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী উম্মে সালমা জেদনী বলেন, “আমরা উন্নয়ন চাই। এই উন্নয়ন টেকসই ও দুর্নীতিমুক্ত হতে হবে। এবার প্রথম ভোট দেব। চেষ্টা করব এমন একজনকে নির্বাচিত করে সংসদে পাঠাতে যিনি কথায় নয়, কাজ করে দেখাবেন।”

তরুণ উদ্যোক্তা মুজাহিদ নিলয় বলেন, “নতুন ভোটার হিসেবে অনেক দায়িত্ব আছে আমাদের ওপর। মাদকমুক্ত সমাজ ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এমন কাউকে দরকার।”

বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “নির্বাচনকে সহজভাবে নিচ্ছি না, এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গ্রামে-গ্রামে ঘুরছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।” বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণে জোর দেওয়া হবে বলে জানান তিনি। 

জামায়াতে ইসলামীর ড. রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুর মাদক-সন্ত্রাসে ভরপুর। এই দুইটি দ্রুত সমাধান করতে চাই। নারী অধিকার, শিক্ষা ও শিল্পায়নে আমি ভূমিকা রাখতে চাই।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীমকে এখনো তেমন প্রচার-প্রচারণা চালাতে দেখ যাচ্ছে না এলাকায়। তিনি বলেন, “মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই।”

এখনো পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেননি এনসিপির প্রার্থী সাংবাদিক এমজে আলম। তবে তিনি জানান, কিছুদিনের মধ্যে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করবেন। 

মোহাম্মদ আবু তারেক বলেন, “আমি সদ্য লক্ষ্মীপুরে যোগ দিয়েছি। এখানে যোগ দেওয়ার পর বিভিন্ন অস্ত্র তৈরির অবৈধ কারখানায় অভিযান চালানো হয়েছে। বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি, জনগণ নিরাপদে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।” 

ঢাকা/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়