ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ও ইতিহাসকে ‘কল্পকাহিনি’ আখ্যা দিয়ে কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, এসব লেখার ৯০ ভাগই মিথ্যা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহর জামায়াত আয়োজিত বিজয় র‌্যালিতে এমন দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, ‘‘মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে।’’

বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস গ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেওয়া হয়নি।’’

বিজয় র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক প্রমুখ।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়