পরাজিত শক্তি দেশে আতঙ্ক ছড়াতে গুপ্তহত্যা চালাচ্ছে: আসিফ মাহমুদ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘‘পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে, দেশের ভেতর আতঙ্ক ছড়াতে এবং ফ্যাসিবাদবিরোধী যত রাজনৈতিক দল আছে; তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এ ধরনের গুপ্তহত্যা চালাচ্ছে। আরো অনেককে গুপ্ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আমরা জানি, এই ধরনের গুপ্তহত্যা কারা করে। আজ থেকে দুই দিন আগে শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। পরাজিত হওয়ার আগে পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে আমাদের মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পরাজিত হওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের নেতৃত্বহীন করার জন্য এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘‘আমার মনে হয় সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো তৎপর হওয়া উচিৎ। বিশেষ করে যখন একটি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। অতীতে দেখেছি, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যত সন্ত্রাসী মাফিয়া ও গ্যাংস্টার আছে, তাদের গ্রেপ্তারের মাধ্যমে জেলে রেখে নির্বাচনের দিকে যাওয়া হয়। কেন না তারা বাইরে থাকলে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।’’
ঢাকা/সাব্বির/রাজীব