গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা ও একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ও কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই ভ্যানচালক হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের জাবেদ আলীর ছেলে ইদ্রিস আলী শেখ (৭০) এবং কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের রহমত বিশ্বাস (৫৫)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন, ভ্যান নিয়ে নিমতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন চালক ইদ্রিস আলী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ভ্যানসহ ছিটকে গিয়ে গুরুতর আহত তিনি। স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন চালক রহমত বিশ্বাস। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে রহমত মারা যান।
ঢাকা/বাদল/রফিক