ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে কেকেআরে গ্রিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে কেকেআরে গ্রিন

আইপিএলের মিনি নিলামে আবারও অর্থের ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ রুপিতে আকাশছোঁয়া দামে কিনে নিল নাইট বাহিনী। যা আইপিএল নিলামের ইতিহাসে কোনো বিদেশি ক্রিকেটারের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দাম! এই অবিশ্বাস্য বিডের মাধ্যমে কেকেআর মাত্র কিছুদিন আগে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনার মাধ্যমে নিজেদের গড়া রেকর্ড নিজেরাই ভেঙে দিল।

আইপিএল নিলামে বরাবরই দামি তারকাদের পেছনে ছোটার অভ্যাস বজায় রাখলো শাহরুখ খানের কলকাতা। গ্রিনকে দলে নিতে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মতো হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজিকে টপকে বাজিমাত করলো কেকেআর।

আরো পড়ুন:

অলরাউন্ডারের খোঁজে টাকার খেলা:
এই ছোট নিলামে ক্যামেরন গ্রিন ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত অলরাউন্ডার। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া কেকেআর এবং স্যাম কারেনকে ছেড়ে দেওয়া চেন্নাই- উভয় দলেরই একজন নির্ভরযোগ্য পেস-অলরাউন্ডার প্রয়োজন ছিল। ফলে গ্রিনকে নিয়ে নিলামের টেবিলে যে ধুন্ধুমার লড়াই হবে, তার ইঙ্গিত আগে থেকেই ছিল।

নিলামে গ্রিনের নাম উঠতেই প্রথমে বিড শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২ কোটি ৬০ লক্ষ টাকার পরই তারা সরে যায়। এরপর লড়াই শুরু হয় কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। দর কষাকষিতে দাম চড়চড় করে বাড়তে থাকলেও ১৩ কোটি ২০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস থেমে যায়।

কলকাতা বনাম চেন্নাই মহাযুদ্ধ:
এরপর নিলামের মঞ্চে প্রবেশ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বাকি লড়াইটা চলতে থাকে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। ২০২৩ সালের নিলামে গ্রিনকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই অঙ্ক সহজেই পেরিয়ে যায়। ২০ কোটি পেরোনোর পরই স্পষ্ট হয়ে যায়, গ্রিন পেতে চলেছেন এক বিশাল অর্থরাশি।

অবশেষে, কেকেআর যখন ২৫ কোটি ২০ লক্ষ টাকার চূড়ান্ত বিডটি হাঁকে, তখন চেন্নাই সুপার কিংস থেমে যেতে বাধ্য হয়। ফলে ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে ক্যামেরন গ্রিনকে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়