ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হলে মুক্তি না পেয়েও চলচ্চিত্র পুরস্কার, বিস্মিত পরিচালক নিজেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৩, ৩১ জানুয়ারি ২০২৬
হলে মুক্তি না পেয়েও চলচ্চিত্র পুরস্কার, বিস্মিত পরিচালক নিজেই

‘রক্তজবা’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ।

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম সিনেমা হলে মুক্তি না পেয়েও পুরস্কার পেল একটি চলচ্চিত্র। ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা ‘রক্তজবা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করায় চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।

‘রক্তজবা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্মের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৫ টাকার বিনিময়ে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সেসময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেবল প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রম হয়ে উঠেছে ‘রক্তজবা’। সিনেমাটি হলে মুক্তি না পেয়েও পুরস্কার পাওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন পুরস্কারের নীতিমালা নিয়েও।

আরো বিস্ময়ের ব্যাপার- এই সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তা নিজেই চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হন। যদিও বাস্তবে সিনেমাটির চিত্রনাট্য তিনি লেখেননি। এ কারণে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন এই পরিচালক।

এ প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, “আমার পরিচালিত সিনেমা কোথায়, কোন হলে চলেছে- সেটাই আমি জানি না। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো চলচ্চিত্র জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা, সেটাই আমার প্রশ্ন।”

তিনি আরো বলেন, “রক্তজবা’র চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ তাসনীমুল হাসান তাজ। তিনি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। যে কাজ আমি করিনি, তার জন্য পুরস্কার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং তাজের হাতেই এই পুরস্কার দেখতে চাই।”

‘রক্তজবা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপুসহ আরো অনেকে। সিনেমাটিতে প্রধান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

ঢাকা/রাহাত/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়