ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে: আসিফ মাহমুদ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৩১ জানুয়ারি ২০২৬  
আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে: আসিফ মাহমুদ

জামায়াত ইসলামীর আয়োজিত মার্চ ফর দাড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন আসিফ মাহমুদ

বিএনপি যদি আওয়ামী লীগকে পুর্নবাসন করতে চায় তাহলে তারা আবারো বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। 

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জামায়াত ইসলামীর আয়োজিত মার্চ ফর দাড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আদমদিঘীর রহিম উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আসিফ বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজেটিভ বক্তব্য দিচ্ছেন। আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি, জাতীয়তাবাদি নেতা হিসেবে। কিন্তু তিনি একটি ভুল করে গেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠিত করে গেছেন।”

সমাবেশে এনসিপির মুখপাত্র বলেন, “যে বাকশালি কায়েম করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারো বাংলাদেশের মাটিতে এনে দিয়ে গেছেন। তার খেসারত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে। আমরা দেখেছি, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কত কষ্টে যাপন করে মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের করে ১/১১ এর সময় আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল।”

গণভোটে হ্যাঁ ভোটের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বগুড়া-৩ আসনের জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমীর আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ আরো অনেকে।

ঢাকা/এনাম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়