ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়তে দেশব্যাপী শিক্ষা জোরদারের নির্দেশ

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৭, ৩১ জানুয়ারি ২০২৬
প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়তে দেশব্যাপী শিক্ষা জোরদারের নির্দেশ

টেকসই ও উন্নত পুঁজিবাজার গঠনের লক্ষ্যে সারা দেশে নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসকে (বিএএসএম) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ পুঁজিবাজার’—এ স্লোগান সামনে রেখে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে প্রশিক্ষিত বিনিয়োগকারী তৈরির লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন থেকে সম্প্রতি পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই এবং ‘প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ পুঁজিবাজার’— স্লোগান সামনে রেখে সারা দেশে নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, প্রতি মাসে আয়োজিত প্রাত্যহিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও প্রশিক্ষার্থীদের তালিকাসহ পরবর্তী মাসের এক তারিখের মধ্যে কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনকে অবহিত করতে হবে। এছাড়া বিএসইসি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার জন এবং ২০২৬-২৭ অর্থবছরে ৫ হাজার ৫০০ জন সাধারণ বিনিয়োগকারীকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে বিএএসএমকে কার্যকর ও ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হলো।

ইতোমধ্যে বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ইউটিউব লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করা হয়েছে। বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এতে পাওয়া যাবে। বিনিয়োগ শিক্ষার প্রসার এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় তথ্য বাতায়নের হোমপেজে গিয়ে নিচে স্ক্রল করলে ডানপাশে ‘সকল বাতায়ন’ মেনু পাওয়া যাবে। উক্ত মেনু হতে যেকোনো বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন অপশনে ক্লিক করলে উক্ত বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন ওয়েবসাইটে যাওয়া যাবে। ওয়েবসাইটের হোমপেজে নিচে গেলে ডানপাশে বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক পাওয়া যাবে। সেখানে বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এতে পাওয়া যাবে।

নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে, বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বাড়লে বাজারে অযৌক্তিক ঝুঁকি গ্রহণের প্রবণতা কমবে। একই সঙ্গে গুজবনির্ভর ও আবেগপ্রবণ বিনিয়োগ হ্রাস পাবে, যা বাজারকে আরও স্থিতিশীল ও স্বচ্ছ করে তুলবে। পাশাপাশি বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের প্রশিক্ষণের ঘাটতির কারণে অনেকেই সঠিক তথ্য ও বিশ্লেষণ ছাড়াই বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছেন। এর ফলে ক্ষতির মুখে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ অবস্থায় বিএসইসির এই উদ্যোগ বিনিয়োগকারীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস হলো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি একাডেমিক শাখা। পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ৬ মে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বিএএসএম দেশব্যাপী আর্থিক স্বাক্ষরতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে। পুঁজিবাজারের ভিত্তি শক্তিশালী করতে সরকার ‘ন্যাশনওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম’ গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনের পথে বিএএসএম প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য- দেশের সাধারণ বিনিয়োগকারী এবং বাজার মধ্যস্থতাকারীদের পুঁজিবাজার সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা। আর্থিক শিক্ষার মাধ্যমে বিনিয়োগের ঝুঁকি হ্রাস এবং স্বচ্ছতা বজায় রাখা এর অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং এর মহাপরিচালক হিসেবে আছেন কামরুল আমন খান।

বিএএসএম নিয়মিতভাবে বিভিন্ন কোর্স ও সেমিনার আয়োজন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বিনিয়োগকারী শিক্ষা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম, অথোরাইজড রিপ্রেজেন্টেটিভদের প্রশিক্ষণ, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষণ ও ফিনটেক এবং ইএসজি ইনভেস্টিং সংক্রান্ত কোর্স।
 

ঢাকা/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়