ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল বাগবাড়ীবাসীর

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪০, ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল বাগবাড়ীবাসীর

তারেক রহমান নির্বাচনি প্রচারে বগুড়ায় আসেন।

বগুড়ার বাগবাড়ী গ্রামে পৈতৃক ভিটায় যাওয়া হলো না বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তার প্রোগ্রাম শিডিউলে বাগবাড়ী যাওয়ার বিষয়টি না থাকলেও অনেকে মনে করেছিলেন, এক ফাঁকে তিনি সেদিকে যাবেন। তার পৈতৃক ভিটায় প্রবেশ করবেন। স্থানীয় মানুষদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তাকে বরণ করতে প্রস্তুতও ছিল বাগবাড়ীবাসী। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি যেতে পারেননি। ফলে মন ভার হয়েছে এলাকার মানুষের। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারেক রহমান বগুড়া ছেড়ে যান। এর আগে সকালে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে ও শেরপুরের ধুনট মোড় এলাকায় গাড়িবহর থামিয়ে পথসভায় বক্তব্য দেন।

আরো পড়ুন:

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নে বাগবাড়ী গ্রামে জিয়াউর রহমান জন্মস্থান গ্রহণ করেন। এটা তারেক রহমানের পৈতৃক ভিটা। 

বগুড়া শহরবাসীর তাকে সরাসরি দেখার বা তার কথা শোনার ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। তবে বাগবাড়ী গ্রামের লোকজন তাকে কাছ থেকে দেখার অপেক্ষায় থাকল। ফেরার সময় তারেক রহমান বলে গেলেন, তিনি আবারও আসবেন। তবে আগামী নির্বাচনের আগে আর না।

এ বিষয়ে নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন বলেন, ‘‘আমাদের আশা তো অবশ্যই ছিল। যে কোনো এক ফাঁকে উনি বাগবাড়ীতে আসবেন। এই আশা তো থাকাটাই স্বাভাবিক, তাই না?’’ 

তিনি বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ছিল যে উনি যদি কোনো ফাঁকে আসতে পারেন, তো আসবেন। কিন্তু আমরা এটাও জানি, উনি আর আগের তারেক রহমান নেই। উনি এখন একটা পার্টির মূল মানুষ, পার্টির চেয়ারম্যান। দায়িত্ব অনেক বেশি। আর এখন তো নির্বাচনের সময়। আমরা ইচ্ছে করে জোর করে উনাকে নিয়ে যেতে পারি না। তবে পুরো বাগবাড়ীই প্রস্তুত ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রস্তুতি ছিল।’’ 

ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন বলেন, ‘‘বাগবাড়ীর মানুষ তাকে ভালোবাসে। তারা অপেক্ষায় রয়েছে, কবে তারেক রহমান আসবেন।’’

শাজাহানপুরে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ‘‘আমি তো ঘরের সন্তান, আবার আসব। আপনারা দোয়া করবেন। এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।’’ 

শেরপুরের পথসভায় তিনি বলেন, ‘‘আমরা যতবার ধানের শীষের মাধ্যমে নির্বাচিত হয়েছি, ততবারই ধুনট ও শেরপুর এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছি। আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই।’’ 

বিএনপির চেয়ারম্যান এ সময় বলেন, ‘‘এ জন্য আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও ধানের শীষ এবং ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে বিজয়ী করবেন। নির্বাচনের পর ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’’ 

তারেক রহমানের বগুড়া ছেড়ে সিরাজগঞ্জের যাত্রাপথের পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষদের ঢল নামে। 

ঢাকা/এনাম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়